نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ نَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ نَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ
না’উযু বিল্লা-হি মিন ‘আযা-বিন না-র। না’উযু বিল্লা-হি মিন ‘আযাবি-ল ক্বাবর। না’উযু বিল্লা-হি মিনাল ফিতানি মা যাহারা মিনহা- ওয়ামা বাত্বান। না’উযু বিল্লা-হি মিন ফিতনাতিদ দাজ্জা-ল
জাহান্নামের শাস্তি হতে আমরা আল্লাহ্র নিকট আশ্রয় চাই। কবরের ‘আযাব হতে আমরা আল্লাহ্র নিকট আশ্রয় চাই। প্রকাশ্য ও গোপন সকল প্রকার ফিতনা হতে আমরা আল্লাহ্র নিকট আশ্রয় চাই। দাজ্জালের ফিতনা হতে আমরা আল্লাহ্র কাছে আশ্রয় চাই।
রেফারেন্স: সহিহ মুসলিমঃ ২৮৬৭
Leave a Comment
নিচে কমেন্ট বক্স এ আপনার মূল্যবান মতামত দিন। যা লেখকের অনুপ্রেরণা জোগাবে ইনশা-আল্লাহ।