Showing posts with the label Doa-O-Rukiya

কবরের আজাব ও দাজ্জাল হতে আশ্রয় চাওয়ার দোয়া।

نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ النَّارِ نَعُوذُ بِاللَّهِ مِنْ عَذَابِ الْقَبْرِ نَعُوذُ بِاللَّهِ مِنَ الْفِتَنِ مَا ظَهَرَ مِنْهَا وَمَا بَطَنَ نَعُوذُ بِاللَّهِ مِنْ فِتْنَةِ الدَّجَّالِ না’উযু বিল্লা-হি মিন ‘আযা-বিন না-র। ন…

মসজিদ থেকে বের হওয়ার সময় শয়তান থেকে আশ্রয় চাওয়া।

আবু হুরাইরা (রাঃ) বলেছেন, রাসূলুল্লাহ্‌ (ﷺ) মসজিদ থেকে বের হওয়ার সময় এ যিক্‌র পাঠ করতে নির্দেশ দিয়েছেন - اَللَّهُمَّ أَجِرْنِيْ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ আল্লা-হুম্মা, আজির্‌ নী মিনাশ শায়ত্বা-নির রাজীম হে আল্লাহ্‌ আমাকে বি…

[ ঝড়/বৃষ্টি/প্রকৃতি ] অতিবৃষ্টি বন্ধের জন্য দোয়া।

اَللَّهُمَّ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا، اَللَّهُمَّ عَلَى الْآكَامِ وَالظِّرَابِ، وَبُطُونِ الْأَوْدِيَةِ، وَمَنَابِتِ الشَّجَرِ আল্লা-হুম্মা 'হাওয়া-লাইনা- ওয়ালা ‘আলাইনা-। আল্লা-হুম্মা 'আলাল-আ-কা-মি ওয়ায্যিরা-বি ওয়াবুতূ…

[ ঝড়/বৃষ্টি/প্রকৃতি ] বৃষ্টি পাওয়ার পর আল্লাহ্‌র শুকরিয়া।

مُطِرْنَا بِفَضْلِ اللَّهِ وَرَحْمَتِهِ মুতিরনা- বিফাদলিল্লা-হি ওয়া রহমাতি-হি আল্লাহ্‌র অনুগ্রহ ও দয়ার ফলে আমরা বৃষ্টি পেয়েছি। যাইদ ইবনু খালিদ জুহানি (রাঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘হুদাইবিয়ায় রাতের বেলা বৃষ্টি হওয়ার পর, আল্ল…

[ ঝড়/বৃষ্টি/প্রকৃতি ] বৃষ্টির ক্ষতি থেকে বাঁচার দোয়া #১

اَللَّهُمَّ إِنَّا نَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا أُرْسِلَ بِهِ اَللَّهُمَّ سَيْبًا نَافِعًا. আল্লা-হুম্মা ইন্না নাঊ’যু বিকা মিন শার্‌রি মা উর্‌সিলা বিহি, আল্লা-হুম্মা সাইবান নাফি’আন। হে আল্লাহ, আমরা ওই সকল অনিষ্টতা থেকে আপনার আশ্…