১১৪ সুরা নাস (মানবজাতি)- বালাদবিডি ব্লগ -Baladbd Blog


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

উচ্চারন : বিছমিল্লাহির রাহমানির রাহিম।

অনুবাদ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।


قُلۡ  اَعُوۡذُ  بِرَبِّ النَّاسِ ۙ﴿۱﴾

উচ্চারন : কুল আ‘ঊযুবিরাব্বিন্না-ছ,

অনুবাদ : বল, ‘আমি আশ্রয় চাই মানুষের রব,


مَلِکِ النَّاسِ ۙ﴿۲﴾

উচ্চারন : মালিকিন্না-ছ,

অনুবাদ : মানুষের অধিপতি,


اِلٰہِ  النَّاسِ ۙ﴿۳﴾

উচ্চারন : ইলা-হিন্না-ছ।

অনুবাদ : মানুষের ইলাহ-এর কাছে,


مِنۡ شَرِّ الۡوَسۡوَاسِ ۬ ۙالۡخَنَّاسِ ۪ۙ﴿۴﴾

উচ্চারন : মিন শাররিল ওয়াছ ওয়া-ছিল খান্না-ছ।

অনুবাদ : কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে, যে দ্রুত আত্মগোপন করে।


الَّذِیۡ یُوَسۡوِسُ فِیۡ صُدُوۡرِ النَّاسِ ۙ﴿۵﴾

উচ্চারন :আল্লাযী ইউওয়াছবিছুফী সুদূরিন্নাছ-।

অনুবাদ :যে মানুষের মনে কুমন্ত্রণা দেয়।


مِنَ الۡجِنَّۃِ وَ النَّاسِ ﴿۶﴾

উচ্চারন : মিনাল জিন্নাতি ওয়ান্না-ছ।

অনুবাদ : জিন ও মানুষ থেকে।