Baladbd Blog - বালাদবিডি ব্লগ


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
উচ্চারন : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
অনুবাদ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

قُلۡ اَعُوۡذُ  بِرَبِّ الۡفَلَقِ ۙ﴿۱﴾
উচ্চারন : কুল আ‘ঊযুবিরাব্বিল ফালাক
অনুবাদ : বল, ‘আমি আশ্রয় প্রার্থনা করছি ঊষার রবের কাছে,

مِنۡ  شَرِّ مَا خَلَقَ ۙ﴿۲﴾
উচ্চারন : মিন শাররি মা-খালাক।
অনুবাদ : তিনি যা সৃষ্টি করেছেন তার অনিষ্ট থেকে,

وَ مِنۡ شَرِّ غَاسِقٍ اِذَا وَقَبَ ۙ﴿۳﴾
উচ্চারন : ওয়া মিন শাররি গা-ছিকিন ইযা-ওয়াকাব।
অনুবাদ : আর রাতের অন্ধকারের অনিষ্ট থেকে যখন তা গভীর হয়,

وَ مِنۡ شَرِّ النَّفّٰثٰتِ فِی الۡعُقَدِ ۙ﴿۴﴾
উচ্চারন : ওয়া মিন শাররিন নাফফা-ছা-তি ফিল ‘উকাদ।
অনুবাদ : আর গিরায় ফুঁ-দানকারী নারীদের অনিষ্ট থেকে,

وَ مِنۡ شَرِّ حَاسِدٍ اِذَا حَسَدَ ﴿۵﴾
উচ্চারন : ওয়া মিন শাররি হা-ছিদিন ইযা-হাছাদ।
অনুবাদ : আর হিংসুকের অনিষ্ট থেকে যখন সে হিংসা করে’।