১১০ সুরা নাসর - Baladbd Blog


بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
উচ্চারনঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম।
অনুবাদঃ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

اِذَا جَآءَ نَصۡرُ اللّٰہِ وَ الۡفَتۡحُ ۙ﴿۱﴾
উচ্চারনঃ ইযা-জাআ নাসরুল্লা-হি ওয়াল ফাতহ।
অনুবাদঃ যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসবে,

وَ  رَاَیۡتَ النَّاسَ یَدۡخُلُوۡنَ فِیۡ  دِیۡنِ اللّٰہِ  اَفۡوَاجًا ۙ﴿۲﴾
উচ্চারনঃ ওয়ারাআইতান্না-ছা ইয়াদখুলূনা ফী দীনিল্লা-হি আফওয়া-জা-।
অনুবাদঃ আর তুমি লোকদেরকে দলে দলে আল্লাহর দীনে দাখিল হতে দেখবে,

فَسَبِّحۡ  بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡہُ ؕ ؔ اِنَّہٗ کَانَ  تَوَّابًا ﴿۳﴾
উচ্চারনঃ ফাছাব্বিহবিহামদি রাব্বিকা ওয়াছতাগফিরহু ইন্নাহূকা-না তাওওয়া-বা-।
অনুবাদঃ তখন তুমি তোমার রবের সপ্রশংস তাসবীহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও নিশ্চয় তিনি তাওবা কবূলকারী।