১০৮ সুরা কাওসার (প্রাচুর্য) - বালাদবিডি ব্লগ

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
উচ্চারনঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম।
অনুবাদঃ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

اِنَّاۤ  اَعۡطَیۡنٰکَ  الۡکَوۡثَرَ ؕ﴿۱﴾
উচ্চারনঃ ইন্নাআ‘তাইনা-কাল কাওছার।
অনুবাদঃ নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।

فَصَلِّ  لِرَبِّکَ وَ انۡحَرۡ ؕ﴿۲﴾
উচ্চারনঃ ফাসালিল লিরাব্বিকা ওয়ানহার।
অনুবাদঃ অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর*।

اِنَّ شَانِئَکَ ہُوَ الۡاَبۡتَرُ ﴿۳﴾
উচ্চারনঃ ইন্না শা-নিআকা হুওয়াল আবতার।
অনুবাদঃ নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।