১১১ সুরা লাহাব (জলন্ত অংগার) বালাদবিডি ব্লগ

 بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

উচ্চারন : বিছমিল্লাহির রাহমানির রাহিম।

অনুবাদ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।


تَبَّتۡ یَدَاۤ  اَبِیۡ  لَہَبٍ وَّ  تَبَّ ؕ﴿۱﴾

উচ্চারন : তাব্বাত ইয়াদাআবী লাহাবিওঁ ওয়া তাবব।

অনুবাদ : ধ্বংস হোক আবূ লাহাবের দু’হাত এবং সে নিজেও ধ্বংস হোক।


مَاۤ  اَغۡنٰی عَنۡہُ  مَالُہٗ  وَ  مَا کَسَبَ ؕ﴿۲﴾

উচ্চারন : মাআগনা-‘আনহু মা-লুহূওয়ামা-কাছাব।

অনুবাদ : তার ধন-সম্পদ এবং যা সে অর্জন করেছে তা তার কাজে আসবে না।


سَیَصۡلٰی نَارًا ذَاتَ لَہَبٍ ۚ﴿ۖ۳﴾

উচ্চারন : ছাইয়াসলা-না-রান যা-তা লাহাব।

অনুবাদ : অচিরেই সে দগ্ধ হবে লেলিহান আগুনে।


وَّ امۡرَاَتُہٗ ؕ حَمَّالَۃَ الۡحَطَبِ ۚ﴿۴﴾

উচ্চারন : ওয়ামরাআতুহূ; হাম্মা-লাতাল হাতাব।

অনুবাদ : আর তার স্ত্রী লাকড়ি বহনকারী,


فِیۡ جِیۡدِہَا حَبۡلٌ مِّنۡ مَّسَدٍ ﴿۵﴾

উচ্চারন : ফী জীদিহা-হাবলুম মিম মাছাদ।

অনুবাদ : তার গলায় পাকানো দড়ি।