১০৬ সুরা কুরাইশ (কুরাইশ গোত্র) আরবি বাংলা উচ্চারন ও অর্থসহ।

بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ
উচ্চারনঃ বিছমিল্লাহির রাহমানির রাহিম।
অনুবাদঃ পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।
لِاِیۡلٰفِ قُرَیۡشٍ ۙ﴿۱﴾
উচ্চারনঃ লিঈলা-ফি কুরাইশ।
অনুবাদঃ যেহেতু কুরাইশ অভ্যস্ত,

اٖلٰفِہِمۡ  رِحۡلَۃَ  الشِّتَآءِ  وَ الصَّیۡفِ ۚ﴿۲﴾
উচ্চারনঃ ঈলা-ফিহিম রিহলাতাশশিতাই ওয়াসসাঈফ।
অনুবাদঃ শীত ও গ্রীষ্মের সফরে তারা অভ্যস্ত হওয়ায়।

فَلۡیَعۡبُدُوۡا  رَبَّ ہٰذَا الۡبَیۡتِ ۙ﴿۳﴾
উচ্চারনঃ ফালইয়া‘বুদূরাব্বা হা-যাল বাঈত।
অনুবাদঃ অতএব তারা যেন এ গৃহের রবের ‘ইবাদাত করে,

الَّذِیۡۤ  اَطۡعَمَہُمۡ  مِّنۡ جُوۡعٍ ۬ ۙ وَّ اٰمَنَہُمۡ مِّنۡ خَوۡفٍ ﴿۴﴾
উচ্চারনঃ আল্লাযীআতা‘আমাহুম মিন জূ‘ইওঁ ওয়া আ-মানাহুম মিন খাওফ।
অনুবাদঃ যিনি ক্ষুধায় তাদেরকে আহার দিয়েছেন আর ভয় থেকে তাদেরকে নিরাপদ করেছেন।