১১২ সুরা ইখলাস (একত্ব) - বালাদবিডি ব্লগ

 بِسۡمِ اللّٰہِ الرَّحۡمٰنِ الرَّحِیۡمِ

উচ্চারন : বিছমিল্লাহির রাহমানির রাহিম।
অনুবাদ : পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর নামে।

قُلۡ ہُوَ  اللّٰہُ  اَحَدٌ  ۚ﴿۱﴾
উচ্চারন : কুল হুওয়াল্লা-হু আহাদ।
অনুবাদ : বল, তিনিই আল্লাহ, এক-অদ্বিতীয়।

اَللّٰہُ  الصَّمَدُ ۚ﴿۲﴾
উচ্চারন : আল্লা-হুসসামাদ।
অনুবাদ : আল্লাহ কারো মুখাপেক্ষী নন, সকলেই তাঁর মুখাপেক্ষী।


لَمۡ یَلِدۡ ۬ ۙوَ لَمۡ یُوۡلَدۡ ۙ﴿۳﴾
উচ্চারন : লাম ইয়ালিদ ওয়ালাম ইঊলাদ।
অনুবাদ : তিনি কাউকে জন্ম দেননি এবং তাঁকেও জন্ম দেয়া হয়নি।

وَ لَمۡ یَکُنۡ لَّہٗ کُفُوًا اَحَدٌ ﴿۴﴾
উচ্চারন : ওয়া লাম ইয়াকুল্লাহূকুফুওয়ান আহাদ।
অনুকাদ : আর তাঁর কোন সমকক্ষও নেই।