🔘হিন্দুস্তানের চুড়ান্ত যুদ্ধের হাদীস সমূহ**
🌹রাসুল (সা) একদিন পূর্ব দিকে তাকিয়ে বড়
বড় করে নিশ্বাস নিচ্ছিলেন,
এমন অবস্থায় এক সাহাবি জিজ্ঞাস করল,
ইয়া রাসুল আল্লাহ্,
আপনি এমন করছেন কেন ?
🌹রাসুল (সাঃ) বললেন আমি পূর্ব দিক থেকে
বিজয়ের গন্ধ পাচ্ছি।
সাহাবি (রাঃ) জিজ্ঞাস করলেন,
ইয়া রাসুল আল্লাহ্ কিসের বিজয়ের গন্ধ
পাচ্ছেন?
🌹রাসুল (সাঃ) বললেন পূর্ব দিকে মুসলিম ও
মুশরিক ( যারা মূর্তি পূজা করে ) তাদের
মাঝে একটি যুদ্ধ হবে, যুদ্ধ টা হবে অসাম ,
মুসলিম সেনাবাহিনী সংখ্যায় খুব কম
থাকবে, এবং মুশরিক থাকবে সংখ্যায়
অধিক।
মুসলিম রা এত মারা যাবে যে রক্তে
মুসলিমদের পায়ের টাকনু পর্যন্ত ডুবে
যাবে।
মুসলিম রা তিন ভাগে বিভক্ত থাকবে,
এক সারি এত বড় মুশরিক সেনাবাহিনী দেখে
ভয় পেয়ে পালাবে ।
🌹রাসুল (সাঃ) বললেন তারাই হোল
জাহান্নামি।
আর এক ভাগ এর সবাই শহীদ হবেন।
শেষ ভাগ এ যারা থাকবে, তারা আল্লাহ্
আর উপর ভরসা করে যুদ্ধ করে যেতে থাকবে ,
এবং শেষ পর্যন্ত জয় লাভ করবেন।
🌹রাসুল (সাঃ) বলেছেন – এই যুদ্ধ, বদর এর
যুদ্ধের সমতুল্ল। সুবাহানাল্লাহ।
উনি আর ও বলেছেন, মুসলিম রা যে
যেখানেই থাকুক না কেন , সবাই যেন ওই
যুদ্ধে অংশগ্রহণ করে।
হযরত সাওবান (রাঃ) হতে বর্ণিত তিনি
বলেন, রাসূলুল্লাহ (সা) বলেছেন আমার
উম্মতের দুটি দলকে আল্লাহ তায়ালা
জাহান্নাম থেকে মুক্ত ও স্বাধীন করে
দিবেন। একদল হল, যারা হিন্দুস্থান তথা
ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে।
আরেক দল হল,
যারা শেষ জামানায় হযরত ঈসা ইবনে
মারিয়ম (আ) এর সঙ্গী হবে।
(নাসায়ী শরীফ খন্ড-১,পৃষ্ঠা-১৫২ ও তাবরানী)
এই হাদীসটি অন্য বর্ণনায় এভাবে এসেছে,
🌹রাসুল (সা) বলেছেন, আমার উম্মতের দুটি
দলকে আল্লাহ তায়ালা জাহান্নামের
আগুন থেকে হিফাজত করবেন। একদল হল,
যারা হিন্দুস্থান তথা ভারতের বিরুদ্ধে
জিহাদ করবে। আরেক দল হল, যারা শেষ
জামানায় হযরত ঈসা ইবনে মারিয়ম (আ) এর
সঙ্গী হবে।
(মুসনাদে আহমাদ হাদিস-২২২৯৫,
খ-১৬ পৃষ্ঠা-২৯৫, বায়হাকী খ-৯,পৃষ্ঠা-১৭৬,
নাসায়ী শরীফ জিহাদ অধ্যায়)
হযরত আবু হুরায়রা হতে বর্ণিত।
রাসূল (সা) বলেছেন,
এ উম্মতের মধ্যে একটি মিশন
সিন্ধু ও হিন্দুস্থান তথা ভারতের দিকে
পরিচালিত হবে।
আমি যদি এ অভিযান
পেয়ে যাই এবং জিহাদ করে শহীদ হতে
পারি তাহলে এমনটিই করব।
আর যদি জীবিত ফিরে আসি তাহলে আমি মুক্ত
স্বাধীন আবু হুরায়রা হয়ে যাব।
আল্লাহ আমাকে দোযখের আগুন থেকে,
Leave a Comment
নিচে কমেন্ট বক্স এ আপনার মূল্যবান মতামত দিন। যা লেখকের অনুপ্রেরণা জোগাবে ইনশা-আল্লাহ।